যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুক্রবার বৈঠকে মিলিত হচ্ছেন। জার্মানির হামবার্গে জি-২০ সম্মেলনের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হবে।
প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতায় বসার পর এই প্রথম পুতিনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসছেন। জার্মানির হামবার্গে জি-২০ সম্মেলনের প্রথম দিনেই আলোচিত এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।
রাশিয়ার ২০১৬ সালের যুক্তরাষ্টের নির্বাচনকে প্রভাবিত করার অভিযোগ, ইউক্রেন দখলের প্রচেষ্টা ও সিরিয়ার প্রতি সহানুভূতি দেখানোর ব্যাপার নিয়ে দুই পক্ষের চলমান অস্থিতিশীলতার মধ্যেই বৈঠকটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। এদিকে বিশ্ব রাজনৈতিক অঙ্গনে এই বৈঠক নিয়ে চলছে ব্যাপক জল্পনা-কল্পনা।