যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতিতে আমুল পরিবর্তন বোধ হয় সম্ভব নয় : ড সাইদ ইফতিখার আহমেদ

যুক্তরাষ্ট্রের নব নির্বাচিত প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প , পররাষ্ট্র নীতিতে আমুল পরিবর্নের কথা বলেছিলেন তাঁর নির্বাচনী প্রচার অভিযানে। এখন ও মনে করা হচ্ছে তিনি পরিবর্তন আনতে পারেন , কোন কোন বিষয়ে ।

এ নিয়েই American Public University System ‘এর School of Security & Global Studies এর Adjunct Faculty বর্তমানে অ্যাটলান্টায় অবস্থিত ড সাঈদ ইফতিখার আহমেদ ভয়েস অফ আমেরিকার আনিস আহমেদকে টেলিফোনে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন যে ডনাল্ড ট্রাম্প আমেরিকাকে এক সময়ের বিচ্ছিন্নতাবাদি বা Isolationist অবস্থানের দিকে নিয়ে যেতে চাইলেও , বর্তমান ভূ রাজনৈতিক পরিস্থিতিতে তা বোধ হয় সম্ভব হবে না।

Donald Trump for web

যুক্তরাষ্ট্রের এই সম্পৃক্ততা থেকে বেরিয়ে আসাটা বোধ হয় মার্কিন স্বার্থের পরিপন্থি হবে। ডনাল্ড ট্রাম্প যে সব পরিবর্তন আনতে চাইছেন বিভিন্ন ক্ষেত্রে সে গুলো বাস্তবায়নযোগ্য কী না এবং সত্যি সত্যি তিনি সেগুলো বাস্তবায়িত করতে পারবেন কী না , সে প্রশ্ন থেকেই যাচ্ছে।

Your browser doesn’t support HTML5

শুনুন ড সাঈদ ইফতেখার আহমেদের সাক্ষাৎকার