যুক্তরাষ্ট্রের জাতীয় হারিকেন সেন্টার জানিয়েছে, ক্যারিবীয় অঞ্চলে গ্রীষ্মমণ্ডলীয় ঝড়'গ্রেইস' বুধবার দিনের শেষে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে এবং আটলান্টিকের ওপর দিয়ে প্রবাহিত, গ্রীষ্মমণ্ডলীয় ঝড়, 'হেনরি' এ সপ্তাহের শেষ নাগাদ ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারেI
হারিকেন সেন্টারে আবহাওয়াবিদরা সর্বশেষ রিপোর্টে জানান, বর্তমানে 'গ্রেইস' গ্রান্ড কেইম্যান দ্বীপ থেকে ৬৫ কিলোমিটার দক্ষিণ, দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থান করছে এবং যা ঘন্টায় ২৫ কিলোমিটার বেগে পশ্চিমে মেক্সিকোর দিকে ধাবিত হচ্ছেIগ্রেইস-এর বাতাসের গতি ঘন্টায় ১০০ কিলোমিটার I এই ঘূর্ণিঝড়টি বুধবার নাগাদ কেইম্যান দ্বীপের কাছে বা ওপর দিয়ে বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছেI
আবহাওয়াবিদরা জানাচ্ছেন, পূর্বাঞ্চলীয় ইউকাতান উপদ্বীপের কাছে পৌঁছানোর আগে ঝড়টি আরো শক্তিশালী হয়ে উঠতে পারেI
অন্যদিকে, আবহাওয়াবিদরা আটলান্টিকের ওপরে অন্য একটি গ্রীষ্মন্ডলীয় ঝড়, 'হেনরি' ওপর নজর রাখছেন, যা বর্তমানে বারমুডার ২৬০ কিলোমিটার দক্ষিণ থেকে দক্ষিণ-পূর্বাঞ্চলের দিকে এগিয়ে যাচ্ছেI