ওয়াশিংটনে শুরু হলো বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বানিজ্য ও বিনিয়োগ সংশ্লিষ্ট TICFA আলোচনা

আজ সোমবার ওয়াশিংটনে শুরু হলো বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বানিজ্য ও বিনিয়োগ সংশ্লিষ্ট TICFA আলোচনা বৈঠক- বিষয়টি নিয়ে আমরা কথা বলি ঢাকার সেন্টার ফর পলিসি ডায়ালগ CPD-র নির্বাহী পরিচালক-গবেষক,বিশিষ্ট অর্থনীতিবিদ প্রফেসার মুস্তাফিযুর রহমানের সঙ্গে। ওয়াশিংটন স্টুডিও থেকে তাঁর সঙ্গে কথা বলেন সরকার কবীরূদ্দীন।

Your browser doesn’t support HTML5

KABIR TICFA