অগ্নিদগ্ধ হয়ে আত্মাহুতি দিলেন একজন বৌদ্ধ ভিক্ষু

চিনের সিচুয়ান প্রদেশে একজন তিব্বতী মহিলা ভিক্ষু গায়ে আগুন লাগিয়ে মৃত্যুবরণ করেন I ভয়েস অফ আমেরিকার তিব্বতী সার্ভিস জানায় য়েঘা নামের এই ভিক্ষু ধর্মীয় নেতা দালাই লামা দীর্ঘজীবি হন এবং দুই নয় এক সংযুক্ত তিব্বত এই ধ্বনি দিয়ে নিজের গায়ে আগুন ধরিয়ে দেন I গায়ে তার এতটাই কেরোসিন ঢালা হয়েছিল যে তার দেহ ছাইয়ে পরিনত হয় I গত মাসেও চল্লিশের মাঝামাঝি একজন মহিলা সিচুয়ান প্রদেশে প্রতিবাদ জানিয়ে জীবন উত্সর্গ করেন I