অষ্ট্রিয়ার পুলিশ শুক্রবার জানিয়েছে যে একটি বন্ধ ট্রাকের ভেতরে যে কয়েক ডজন অভিবাসীর মৃত্যু হয় তার সংগে জড়িত থাকার দায়ে অন্তত ৩ জনকে তারা গ্রেপ্তার করেছে। মৃতদের তাদে মধ্যে মহিলা ও শিশুও ছিল ।
বলকান নেতারা যখন বৃহস্পতিবার ভিয়েনায়, ইউরোপের অভিবাসন বন্ধের উদ্দেশ্য আলোচনার জন্য মিলিত হন তখনি এই নৃশংস মৃত্যুর কথা প্রকাশিত হয়।
দ্বিতীয় বিশ্ব যুদ্ধের পর থেকে ইউরোপে অভিবাসী সংকটই ক্রমান্বয়ে চরম আকার ধারণ করছে।
শুক্রবার হাংগেরি এবং স্লোভাকীয়রা সীমান্তের কাছে অষ্ট্রিয়ার মহাসড়কে একটি পরিত্যক্ত বিশাল ট্রাকের ভিতর থেকে উদ্ধার কর্মিরা অন্তত ৭০ জনের মৃতদেহ উদ্ধার করেছে যার মধ্যে মহিলা ও শিশুও রয়েছে ।