তৃতীয় লিঙ্গের অধিকার রক্ষায় রাজ্য সরকার শিক্ষা ও চাকরির ক্ষেত্রে কয়েকটি পদক্ষেপ করছে।এমনকী তাঁদের জন্য হাসপাতালে আলাদা ওয়ার্ড করার কথা ভাবছে রাজ্য সরকার।যাতে লিঙ্গ পরিবর্তনের অস্ত্রপচারের ক্ষেত্রে কোনও অসুবিধা না হয়,তার জন্য বিশেষ ওয়ার্ড তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।তৃতীয় লিঙ্গ বা রূপান্তরকামীদের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওয়েস্ট বেঙ্গল ট্রান্সজেন্ডার ডেভেলপমেন্ট বোর্ড তৈরি করেছে। সেই বোর্ডের প্রথম বৈঠক সম্পন্ন হল রাজ্য সরকারের সদর দপ্তর নবান্নে।
বৈঠকের পরে ওই বোর্ডের চেয়ারপার্সন নারী ও শিশু কল্যান দপ্তরের মন্ত্রী ডাঃ শশী পাঁজা বলেন ,তৃতীয় লিঙ্গের জন্য সুপ্রিম কোর্ট রায় দিয়েছে।তার আগে থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদের জন্য ভাবনাচিন্তা করেছেন।তাঁর নির্দেশেই আমরা কতকগুলি পদক্ষেপ করতে চলেছি।বিশেষ করে স্কুল,কলেজ,কর্মক্ষেত্রে এঁদের খুব হয়রান হতে হয়।মা বাবারাও তাদের অন্য চোখে দেখেন।সমাজের মূলস্রোতে যাতে তাদের নিয়ে আসা যায় ,তার পরিকল্পনা করা হচ্ছে।সরকারের বিভিন্ন স্কিম যাতে ,এদের ক্ষেত্রে লাগু করা যায় ,তার ভাবনাও রয়েছে।মানুষের সচেতনতা বাড়াতে প্রচারাভিযানের উপর জোর দেওয়া হবে।
Your browser doesn’t support HTML5