পবিত্র রমজান ও শবে কদরের মহিমা

পবিত্র  রমজান মাসের শেষ ১০ দিনের বেজোড় রাতগুলোর একটি  সেই মাহাত্মপূর্ণ রজনী হতে পারে যাকে আমরা শবে কদর বা লায়লাতুল কদর বলে জানি । তবে ঐতিহ্যত ভাবে মনে করা হয় ২৬ শে রমজানের দিবাগত রাত , অর্থাত্ ২৭ শে রমজানের শুরুর মূহু্তটিই শবে কদর।

পবিত্র রমজান ও শবে কদরের মহিমা

পবিত্র রমজান মাসের শেষ ১০ দিনের বেজোড় রাতগুলোর একটি সেই মাহাত্মপূর্ণ রজনী হতে পারে যাকে আমরা শবে কদর বা লায়লাতুল কদর বলে জানি । তবে ঐতিহ্যত ভাবে মনে করা হয় ২৬ শে রমজানের দিবাগত রাত , অর্থাত্ ২৭ শে রমজানের শুরুর মূহু্তটিই শবে কদর। কোরান শরীফের ৯৭ তম সুরায় এই রাম সম্পর্কে বলা হয়েছে لَيلَةُ القَدرِ خَيرٌ مِن أَلفِ شَهرٍ অর্থাত্ এই রাতটি হাজার রাতের চেয়ে শ্রেষ্ঠ । এই পবিত্র রজনীতে কোরান শরীফ নাজেল হয়েছিল বলে জানা যায়। এ সব বিষয়ে নিয়ে আজ আমাদের সঙ্গে কথা বলছেন ইসলামের বিধি বিধান নিয়ে গবেষনা করেন এমনি একজন ব্যক্তি জনাব রায়হান আহমেদ । তাঁর সঙ্গে স্কাইপে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ড থেকে ভয়েস অফ আমেরিকার মাল্টিমিডিয়া সংবাদ সম্প্রচারক আনিস আহমেদ ।

Your browser doesn’t support HTML5

পবিত্র রমজান ও শবে কদরের মহিমা

ভিডিও চিত্রগ্রহণ ও সম্পাদনা: তাওহীদ ইসলাম