থাইল্যান্ডে সামরিক বাহিনী সমর্থিত আইন পরিষদ নতুন সংবিধানের প্রস্তাব প্রত্যাখ্যান করে

APTOPIX Thailand Constitution

থাইল্যান্ডে গণতন্ত্র পুনর প্রবর্তনের পথে রবিবার বড় ধরনের একটা বাধা সৃষ্টি হয় যখন সামরিক বাহিনী সমর্থিত আইন পরিষদ নতুন সংবিধানের প্রস্তাব প্রত্যাখ্যান করে।

জাতীয় সংস্কার পরিষদ ১৩৫-১০৫ ভোটে প্রস্তাবিত সংবিধান প্রত্যাখ্যান করে। সাত জন সদস্য ভোট দেওয়া থেকে বিরত থাকে। সামরিক হুনতা এখন নতুন একটি কমিটি গঠন করবে যেটি নতুন সংবিধান রচনার জন্য ৬ মাস সময় পাবে। গণভোট হওয়ার আগে আইন পরিষদকে আবারব সেটি অনুমোদন করতে হবে। অর্থাৎ ২০১৭ সালের আগে সম্ভবত নির্বাচন অনুষ্ঠিত হবে না।

প্রায় সব কটি রাজনৈতিক দলই প্রস্তাবিত সংবিধানের সমালোচনা করে। তারা বলেছে যে ভাবে সংবিধান লেখা হয়েছিলো তাতে সামরিক বাহিনীর হাতেই কার্যত ক্ষমতা থাকতো।

থাইল্যান্ডের এর সামরিক বাহিনী গত বছরের মে মাস থেকে ক্ষমতায় আছে। সে সময় তারা প্রধানমন্ত্রী Yingluck Shinawatraকে ক্ষমতাচ্যুত করে এবং সংবিধান ভেঙ্গে দেয়।