নতুন থাই রাজার অভিষেক হল আজ

থাইল্যান্ডের ৬৬ বছর বয়সী রাজা মহা ভাজিরালংকমকে আজ অভিসিক্ত করা হয়েছে। তিন দিনের বিস্তারিত কর্মসূচির আজ ছিল প্রথম দিন। তিন কোটি ডলার খরচে এই অনুষ্ঠানটি সেখানকার টেলিভিশনে সম্প্রচার করা হচ্ছে।

থাইল্যান্ডের বহু নাগরিকের কাছেই এটি হচ্ছে অভিষেক দেখার প্রথম অভিজ্ঞতা। রাজা ভাজিরালংকনের প্রয়াত বাবা রাজা ভূমিবল, যিনি ২০১৬ সালে মারা যান, তাঁর অভিষেক হয়েছিল ১৯৫০ সালে।

রাজা ভাজিরালংকন তাঁর বাবার মৃত্যুর পরই রাজার দায়িত্ব নেন তবে তাঁর আনুষ্ঠানিক অভিষেক হলো আজ,শনিবার।

রাজা সোমবার জনসাধারণ এবং বিদেশি গণমান্য ব্যক্তির সঙ্গে দেখা করবেন। দিনটিকে সরকারি ছুটির দিন হিসেবে ঘোষণা করা হয়েছে। থাইল্যান্ডের এই সাংবিধানিক রাজতন্ত্রের রাজনৈতিক ক্ষমতা যদিও খুব সীমিত, অধিকাংশ থাই রাজাকে প্রায় ঈশ্বর হিসেবেই গণ্য করেন। তা ছাড়া প্রণীত আইন অনুযায়ী রাজা সব ধরণের বিচারের ঊর্ধ্বে।

গত বুধবার রাজা ভাজিরালংকন , তাঁর সাবেক দেহরক্ষীর সঙ্গে তাঁর চতুর্থ বিয়ের ঘোষণা দেন । বর্তমান এই রাণী শুথিদা বিমান বালা ছিলেন।

পুর্ববর্তী তিনটি বিয়ের সুত্রে রাজার সাত সন্তান রয়েছে।

.