তানজানিয়ায় ভোটাররা রবিবার নতুন প্রেসিডেন্ট ও সংসদ নির্বাচনের জন্য ভোট কেন্দ্রে যাচ্ছে। অনুমান করা হচ্ছে যে পূর্ব আফ্রিকারওই দেশে নির্বাচন খুবই প্রতিদ্বন্দ্বিতামূলক হবে।
দীর্ঘ দিন ধরে ক্ষমতাসীন সিসিএম দল এখন চাপের সম্মুখীন হচ্ছে, দেশের উন্নয়ন ত্বরান্বিত করার এবং চলতে থাকা দারিদ্র মোকাবেলা করার জন্য। কিন্তু বিশ্লেষকরা ভবিষ্যৎবানী করছেন যে সিসিএম দলই জিতবে।
সিসিএম দলের প্রেসিডেন্ট প্রার্থী হচ্ছেন পূর্ত মন্ত্রী জন মাগুফুলি। বিরোধী দল চাডেমা তাদের প্রার্থী হিসেবে মনোনিত করেছে সাবেক প্রধানমন্ত্রী এএডওয়ার্ড লোওয়াসাকে।
বর্তমানের প্রেসিডেন্ট জাকায়া কিলওয়েতে ৫ বছরের দুই মেয়াদ সম্পন্ন করছেন।
১৪০টির বেশি আন্তর্জাতিক নির্বচন পর্যবেক্ষণ মিশন সে দেশে এখন আছে, রবিবারের স্থানীয়, সংসদীয় এবং প্রেসিডেন্ট নির্বচন পর্যবেক্ষনের জন্য।