Talk 2 US: ৩৬ তম পর্ব

Talk 2 US: ৩৬ তম পর্ব

ইংরেজি ভাষা শেখার এই অনুষ্ঠানে আমরা প্রাথমিক পর্যায়ের ভাষা শিক্ষার দিকে আলোকপাত করছি যেখানে মূলত Parts of Speech-এর কিছু বৈশিষ্ট্য তুলে ধরা হচ্ছে । এই অনুষ্ঠানে বিশেষণ বা adjective এর প্রকার ভেদের উপর আলোকপাত করা হয়েছে ।

আনিস : ইংরেজি শেখার এই সাপ্তাহিক আয়োজন Talk2US ‘এ আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি , আমি আনিস আহমেদ আর আমার সঙ্গে রয়েছে শতরূপা বড়ুয়া:

শতরূপা: শুভেচ্ছা , স্বাগতম আমার তরফ থেকেও ।

আনিস : আচ্ছা শতরূপা এতদিন তো আমরা Adjective এর একটি বিষয়কে কেন্দ্র করে দু ব্যক্তি বা দুটি জিনিষের মধ্যে তুলনা করেছি।

শতরূপা: হ্যাঁ , তাইতো যেমন আমরা শিখেছি Rich-Richer, large-larger , Big –Bigger

আনিস : কিংবা , irregular adjective এর ক্ষেত্রে আমরা তুলনা করেছি Adjective এর ভেতরেই পরিবর্তন করে। মনে আছেতো ?

শতরূপা: হ্যাঁ , যেমন Good, Better কিংবা Bad, Worse.

আনিস: আবার কোন কোন adjective এর সঙ্গে More যোগ করেও , Comparative Form তৈরি করা যায়।

শতরূপা: নিশ্চয়ই যেমন Modern –More Modern , Responsible-More Responsible; Dangerous- More Dangerous

আনিস: একদম ঠিক বলেছো শতরূপা, আজ অবশ্য আমরা ঠিক দুটি adjective এর মধ্যে তুলনার বিষয়টি শিখবো না। আজ শিখবো একাধিক adjective এর মধ্যে তুলনার চূড়ান্ত বিষয়টি ।

শতরূপা: ... মানে সর্বোত্তম বিষযটিতো ?

আনিস: সর্বো্ত্তম হতে কিংবা সব চেয়ে খারাপ ও হতে পারে, ইংরেজিতে যাকে বলে Superlative Degree. সেই Superlative Adjective তৈরির নিয়মগুলো আজ আমরা জেনে নেবো। যেমন ধরো একটা নিয়ম হলো মূল Adjective এর সঙ্গে est যোগ করা।

শতরূপা: তার মানে Tall এর Superlative Adjective কি Tallest হবে ?

আনিস: ঠিক বলেছো। Tall এর Comparative Adjective Taller সে কথা আমরা আগেই শিখেছি , এখন এর Superlative Form টাও জানা হলো। তা হলে এই Tallest শব্দটি দিয়ে একটা বাক্য তরি করোতো ।

শতরূপা : He is the tallest boy in the class.

আনিস: আচ্ছা , এবার আমি এ রকম কয়েকটি adjective বলছি , তুমি এর Superlative Form তৈরি করে একটা করে বাক্য বলো। প্রথম শব্দটি হলো Old

শতরূপা : Oldest: This is the oldest building in the city.

আনিস: Cold

শতরূপা : This is the coldest winter so far.

আনিস: বাঃ চমৎকার বাক্য। এবারের শব্দ Fast

শতরূপা : Fastest : He was the fastest runner in the race.

আনিস: তবে যে সব Adjective এর শেষে ইংরেজি অক্ষর E রয়েছে সেগুলোর ক্ষেত্রে Superlative Form এ শুধু st যোগ করলেই চলে । এ রকম কয়েকটা উদাহরণ দাওতো শতরূপা

শতরূপা: যেমন , fine –finest , cute –cutest , wide-widest

আনিস : একদম ঠিক বলেছো। আচ্ছা শতরূপা যে সব Adjective এর শেষে ইংরেজি অক্ষর Y রয়েছে, সেগুলোর বেলায় Superlative Form এ কি যোগ করতে হবে?

শতরূপা : আমার মনে হয় iest যোগ করতে হবে।

আনিস : আচ্ছা, এমনটি কেন মনে হচ্ছে তোমার ?

শতরূপা : কারণ Comparative Adjective করার সময়েও আপনি বলেছিলেন যে Y দিয়ে শেষ হয়েছে এমন Adjective এর ক্ষেত্রে আমরা ier যোগ করবো । সে জন্যই আমার মনে হলো এ ক্ষেত্রে iest যোগ করতে হবে।

আনিস : বাঃ , শতরূপা একদম ঠিক বলেছো তুমি । আসলে Comparative এবং Superlative Adjective তৈরি করার মূল নিয়মটা কিন্তু এক। শুধু Comparative Adjective এর ক্ষেত্রে শেষ r বসে এবং Superlative Adjective এর ক্ষেত্রে শেষে st বসে। এবার তা হলে আমি কয়েকটি Adjective বলছি , তুমি এর Superlative Form করো এবং ঐ Superlative Form দিয়ে একটা করে বাক্য রচনা করো। প্রথম শব্দ Busy

শতরূপা : Busiest : This is the busiest road in this town .

আনিস : এবারের শব্দ Happy

শতরূপা : Happiest : John is the happiest person in the class.

আনিস : Lazy

শতরূপা : Laziest. Elizabeth was the laziest girl in our class.

আনিস : একটা ব্যাপার লক্ষ্য করেছো শতরূপা ?

শতরূপা : কোন ব্যাপারটা ?

আনিস : এই যে যখনই আমরা adjective ‘এর Superlative Degree ব্যবহার করছি , তখনই আমরা এর সঙ্গে The এই definite article ব্যবহার করছি।

শতরূপা : এর কি কোন বিশেষ কারণ আছে ?

আনিস : হ্যাঁ কারণটা হলো এই যে আমরাতো নির্দিষ্ট করে একটি জিনিষকেই Superlative Form এ describe করছি। এখানে আরেকটা ব্যাপার বলি , কিছু adjectives ‘এর superlative degree তে ঐ est, st কিংবা iest যোগ করা হয় না।

শতরূপা : হ্যাঁ , যেমনটি আপন বলছিলেন , এর আগেই যে Comparative Form এ ও er, r কিংবা ier যুক্ত করা হয় না।

আনিস : যেমন , Good , Bad এ রকম adjective . তা হলে শতরূপা , বলো দেখি এই adjective দুটির Comparative এবং Superlative Form দুটোই।

শতরূপা : Good-Better-Best ; Bad-Worse-Worst

আনিস : চমৎকার । এবার তা হলে ওঠার পালা।

শতরূপা : তবে তার আগে জানিয়ে রাখি যে Talk2US এর ভিডিও সংস্করণও আপনারা দেখতে পাবেন আমাদের ওয়েব সাইটে । আমাদের ওয়েব সাইট ঠিকানা হচ্ছে www.voabangla.com

আনিস: তা হলে Talk2US ‘এর এই সঙ্কলন থেকে ওঠার আগে

শতরূপা : আমি , শতরূপা বড়ুয়া

আনিস : এবং আনিস আহমেদ আপনাদের জন্যে রেখে যাচ্ছি অনেক অনেক শুভকামনা।