Talk 2 US: ২৬ তম পর্ব

Talk 2 us

ইংরেজি ভাষা শেখার এই অনুষ্ঠানে আমরা প্রাথমিক পর্যায়ের ভাষা শিক্ষার দিকে আলোকপাত করছি যেখানে মূলত Parts of Speech ‘এর কিছু বৈশিষ্ট তুলে ধরা হচ্ছে । এই অনুষ্ঠানে বিশেষণ বা adjective এর প্রকার ভেদের উপর আলোকপাত করা হয়েছে ।
আনিস : ইংরেজি শেখার এই সাপ্তাহিক আয়োজন Talk 2 US ‘এ আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম , আর আমার সঙ্গে রয়েছে শতরূপা বড়ুয়া:
শতরূপা: শুভেচ্ছা , স্বাগতম আমার তরফ থেকেও ।
আনিস : গত সপ্তায় আমরা কি নিয়ে কথা বলছিলাম , মনে আছেতো শতরূপা ?
শতরূপা :হ্যাঁ, গত সপ্তায় আমরা কথা বলছিলাম Adjective নিয়ে।
আনিস : ঠিক বলেছো । আমরা এ কথা ও বলেছিলাম যে Adjective সাধারণত ঐ Noun এর আগেই যার দোষ , গুণ , রূপ – এসব তুলে ধরে বা বর্ণনা করে, যেমন :
শতরূপা : He is a good boy; She is a smart girl এ ধরণের বাক্য । কিন্তু আপনিতো এ কথা ও বলেছিলেন যে অনেক সময়ে Adjective গুলো বাক্যের শেষেও বসতে পারে এবং যে Noun কিংবা Pronoun কে বর্ণনা করে তার মাঝখানে বসে Verb be বা Verb To be ?
আনিস : একদম ঠিক বলেছো , শতরূপা। উদাহরণগুলো মনে আছে তো ?
শতরূপা : হ্যাঁ , যেমন :
The food is good.
The man is nice
Her car is expensive.

আনিস : তা ছাড়া আমরা এটা ও বলেছিলাম যে একাধিক adjective থাকলে মাঝখানে and বসিয়ে তা যুক্ত করা যায়।
শতরূপা : হ্যাঁ যেমন , The food is good and tasty. The man is nice and smart. The boy is good and intelligent.
আনিস : বাক্যগুলো একদম ঠিক হয়েছে । তবে একটা জিনিষ লক্ষ্য করেছ?
শতরূপা : কি জিনিষ ?
আনিস : এই যে Adjective গুলো ব্যবহার করলে যেমন good,tasty nice, smart, intelligent. এ গুলো সবই একই রকমের Adjective.
শতরূপা : হ্যাঁ ঠিকই বলেছেন এগুলো সবই ইতিবাচক এবং প্রশংসাসূচক Adjectives.
আনিস : আর তাই সেগুলোর মাঝখানে and ব্যবহার করা হয়েছে। আবার সবগুলো যদি নেতিবাচক হতো , সেখানেও কিন্তু আমরা and ব্যবহার করতাম।
শতরূপা : যেমন ?
আনিস : যেমন , The man is corrupt and notorious. তার মানে হচ্ছে একই ধরণের Adjective ব্যবহার করলে সেটি and দ্বারা যুক্ত করা যায়।
শতরূপা : হ্যাঁ সেটা বেশ পরিস্কার ভাবে বোঝা গেল । কিন্তু adjective দুটির মধ্যে একটি যদি ইতিবাচক হয় এবং অপরটি যদি নেতিবাচক হয়, তা হলে ?
আনিস : ঠিক সে কথাটাই বলতে যা্চ্ছিলাম শতরূপা । সে রকম ক্ষেত্রে এ দুটি Adjective কে যুক্ত করা হয় But দিয়ে। একটা example , মানে উদাহরণ দিতে পারবে কি ?
শতরূপা : The boy is naughty but intelligent
আনিস : বাঃ চমৎকার বলেছো। ঠিক এটাই বলতে চাইছিলাম । এ রকম আরেকটা উদাহরণ দাওতো
শতরূপা : The car is nice but expensive.
আনিস : এটা ও একটা যুৎসই উদাহরণ হলো। তা হলে এ পর্যন্ত আমরা কি শিখলাম?
শতরূপা : একই ধরণের একাধিক adjectives একটি বাক্যে যুক্ত করা হয় and দিয়ে , আর যদি ভিন্ন রকমের কিংবা পরস্পরবিরোধী adjectives থাকে , তা হলে সেটিকে যুক্ত করা হয় But দিয়ে।
আনিস :হ্যাঁ ,ঠিক বলেছো। এবার আজকে আমরা আরও কিছু adjective শিখবো যেগুলো একজন মানুষের বর্ণনার জন্যে ব্যবহার করা হয়।
শতরূপা : যেমন , tall, short, fat , thin ইত্যাদি ।
আনিস : হ্যাঁ , এগুলো হচ্ছে একজন মানুষের শারিরীক বর্ণনা বা physical description তবে অন্যভাবে ও তো মানুষকে describe করা যায় । তার অন্যান্য গুণ বা দোষ বর্ণনা করে।
শতরূপা : হ্যাঁ , যেমন responsible , মানে দায়িত্বশীল ।
আনিস : তা হলে এই responsible শব্দ দিয়ে একটা বাক্য তৈরি করোতো
শতরূপা : He is a very responsible person.
আনিস : এবার একটি নেতিবাচক adjective বলোতো ।
শতরূপা : Lazy
আনিস : মানে আলসে কিংবা অলস । বাক্য বলো
শতরূপা : My friend is intelligent but she is lazy too.
আনিস : তোমার এই বাক্যটা খুব জুৎসই হয়েছে। এখানে তুমি একই বাক্যে , তোমার এই বান্ধবীর দোষ গুণের কথা তুলে ধরেছো। এবার আরেকটি adjective বলছি , বাক্য তৈরি করো : Friendly , মানে বন্ধুসুলভ বা বন্ধুত্বপূর্ণ।
শতরূপা: My boss is very friendly .

আনিস : এবারের শব্দটি Proud
শতরূপা : The gentleman is very proud of himself .
আনিস : একদম ঠিক হয়েছে।
শতরূপা : আচ্ছা এখানে আমার একটা প্রশ্ন ছিলো।
আনিস : কি প্রশ্ন ?
শতরূপা : কেউ কেউ Proudy শব্দ ব্যবহার করেন , হয়ত কাউকে বললেন , You are very proudy , সেটা কি ঠিক ?
আনিস : না, একেবারে ভুল শতরূপা । আসলে Proud শব্দটাই adjective, এর Noun কি বলো তো ?
শতরূপা : Pride
আনিস : ঠিক বলেছো। Pride Noun থেকেই Adjective, হলো Proud . তবে আজকের অধিবেশন থেকে ওঠার সময় তো হয়ে এলো।
শতরূপা: তার আগে জানিয়ে রাখি যে Talk2US এর ভিডিও সংস্করণও আপনারা দেখতে পাবেন আমাদের ওয়েব সাইটে । আমাদের ওয়েব সাইট ঠিকানা হচ্ছে www.voabangla.com
আনিস তা হলে Talk 2 Us ‘এর এই সঙ্কলন থেকে ওঠার আগে
শতরূপা : আমি , শতরূপা বড়ুয়া
আনিস : এবং আনিস আহমেদ আপনাদের জন্যে রেখে যাচ্ছি অনেক অনেক শুভকামনা।

Your browser doesn’t support HTML5

Talk 2 Us part 26