সোমবার, রাজধানী কাবুলে তাদের অবস্থান আরো মজবুত করার এক পর্যায়ে 'কালাশনিকভ' অস্ত্র সজ্জিত বিদ্রোহীদেরপায়ে, নিরাপত্তাযানে বা মোটর সাইকেলে শহরে ঘুরতে দেখা যায়I দৃশ্যত তারা আফগান পুলিশ ও নিরাপত্তা বাহিনীর দায়িত্ব নিয়েছে, যাদেরকে আর দেখা যায়নিI সশস্ত্র তালিবান যোদ্ধাদের পরিত্যক্ত যুক্তরাষ্ট্র দূতাবাসের দিকে কম্পাউন্ড গেইটে দাঁড়িয়ে থাকতে দেখা যায়I এছাড়াও,তাদেরকে জাতীয় সংহতি কাউন্সিলের প্রধান আব্দুল্লাহ আব্দুল্লাহ'র বাড়ির বাইরে পাহারা দিতে দেখা গিয়েছেI
আগে, যেসব তল্লাশি চৌকিআফগান সেনারা পাহারা দিতো, সেখানে সালোয়ার-কামিজ অর্থাত্ স্থানীয় ঢিলেঢালা পোশাক পরিহিত, লম্বা দাড়ি সমেত AK 47 রাইফেল নিয়ে, তালিবান যোদ্ধাদের গাড়ির ভেতরে উঁকি দিতে, মাঝে-মধ্যে হাসতে এবং বুকে হাত রেখে সম্মান জানাতে দেখা গেছে।
তালিবান কর্তৃপক্ষ ঘোষণা করেছে যে শান্তি বজায় রাখতে এবং লুটতরাজ প্রতিহত করতেই কেবল তারা শহরে প্রবেশ করেছেI খবরে প্রকাশ পুলিশ ও নিরাপত্তা বাহিনী আগেই তাদের চৌকিছেড়ে চলে যায়I
তালিবানের মুখপাত্র সোহেল শাহীন টুইটার মারফত জানান, "ইসলামী আমিরাত মুজাহিদিন সদস্যদের আরো একবার নির্দেশ দিচ্ছে যে, অনুমতি ছাড়া কেউ কারুর বাড়িতে প্রবেশ করতে পারবে না, কারুর জীবন, সম্পদ বা সম্মানকে ক্ষতিগ্রস্ত করা হবে না বরঞ্চ মুজাহিদিন সদস্যরা তা রক্ষা করবে"I