আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে তালেবান চরমপন্থীরা ১১জন আফগান সেনাকে হত্যা করেছে।
সোমবার প্রতিরক্ষা মন্ত্রনালয় সূত্রে বলা হয়, হেরাতের কারুখ জেলায় রবিবার, সেনাদের এক কনভয়ের উপর বিদ্রোহীরা অতর্কিত হামলা চালায়।
রয়টার সংবাদ সংস্থা জানিয়েছে লড়াইয়ের সময় ৬জন তালেবান চরমপন্থী নিহত হয়।
বর্তমানে আফগানিস্তানে গ্রীস্মের এই লড়াইয়ে এই প্রথম জাতীয় নিরাপত্তা বাহিনী তালেবান বিদ্রোহীদের বিরুদ্ধে লড়ছে নেটোর নেতৃত্বে কোয়ালিশন বাহিনী ছাড়া।
কোয়ালিশন বাহিনী ডিসেন্বর মাসে সে দেশ থেকে প্রত্যাহার করেছে। আফগান পুলিশ ও সামরিক বাহিনীকে পরামর্শ, প্রশিক্ষণ ও সাহায্য দেওয়ার জন্য অল্প সংখ্যক বিদেশি সেনা সেখানে রয়েছে।