“পঁচিশে বৈশাখ চলেছে
জন্মদিনের ধারাকে বহন করে
মৃত্যুদিনের দিকে।
সেই চলতি আসনের উপর বসে
কোন্ কারিগর গাঁথছে
ছোটো ছোটো জন্মমৃত্যুর সীমানায়
নানা রবীন্দ্রনাথের একখানা মালা...”
নানা রবীন্দ্রনাথের মেলায় উদ্ভাসিত আমাদের জীবন এবং সাহিত্য। একাধারে কবি, গল্পকার, ঔপন্যাসিক, নাট্যকার, গীতিকার, সুরকার, দার্শনিক, প্রবন্ধকার, চিত্রকর, সমাজ সংষ্কারক, সর্বোপরি মানবতাবাদী এক অবিস্মরণীয় ব্যক্তিত্ব। তাঁর জন্মদিনে তাঁর গানে ও কবিতায় আমাদের অকিঞ্চিৎকর একটি নিবেদন, আবৃত্তি করেছেন আহসানুল হক, সংগীত পরিবেশনায় কবীর সুমন।
অনুষ্ঠানটি শুনতে নিচে ক্লিক করুন।
জন্মদিনের ধারাকে বহন করে
মৃত্যুদিনের দিকে।
সেই চলতি আসনের উপর বসে
কোন্ কারিগর গাঁথছে
ছোটো ছোটো জন্মমৃত্যুর সীমানায়
নানা রবীন্দ্রনাথের একখানা মালা...”
নানা রবীন্দ্রনাথের মেলায় উদ্ভাসিত আমাদের জীবন এবং সাহিত্য। একাধারে কবি, গল্পকার, ঔপন্যাসিক, নাট্যকার, গীতিকার, সুরকার, দার্শনিক, প্রবন্ধকার, চিত্রকর, সমাজ সংষ্কারক, সর্বোপরি মানবতাবাদী এক অবিস্মরণীয় ব্যক্তিত্ব। তাঁর জন্মদিনে তাঁর গানে ও কবিতায় আমাদের অকিঞ্চিৎকর একটি নিবেদন, আবৃত্তি করেছেন আহসানুল হক, সংগীত পরিবেশনায় কবীর সুমন।
অনুষ্ঠানটি শুনতে নিচে ক্লিক করুন।
Your browser doesn’t support HTML5