সিরিয়ার উত্তরাঞ্চলে বিদ্রোহী ও সরকারী সৈন্যদের মধ্যে সংঘাত

সিরিয়ার উত্তরাঞ্চলের শহর আলেপ্পোতে সিরীয় সরকারী বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে দ্বিতীয় দিনের মত লড়াই চলেছে। অধিকারকর্মীরা বলেন, সিরিয়ার উত্তরের ওই গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্রে সারারাত ধরে প্রচন্ড সংঘর্ষ ঘটে। স্থানীয় সমন্বয় কমিটি নামে অধিকার কর্মীদের জোট জানায়, সংঘাতের কারণে বহু বাশিন্দা সে এলাকা থেকে পালিয়ে যেতে বাধ্য হয়।

শুক্রবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সর্বসম্মতিক্রমে সিরিয়ায় পর্যবেক্ষণ মিশনের মেয়াদ তিরিশ দিনের জন্য বর্ধিত করার সিদ্ধান্ত নেয়। তবে সে দেশে রক্তক্ষয়ী সংঘাত নিরসনের পন্থা নিয়ে পরিষদ সদস্যদের মধ্যে এখনো মতদ্বৈধতা বিরাজ করছে।

জাতিসঙ্ঘ দূত কফি আনানের পরিকল্পনা অনুযায়ী সিরিয়ায় ৩০০ নিরস্ত্র সামরিক পর্যবেক্ষক মোতায়েন করা হয়। তবে পর্যবেক্ষণ মিশন বাস্তবে তেমন সফলতা অর্জন করেনি বলে অনেকে মনে করছেন।

জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত সুসান রাইস বলেন, মিশনের মেয়াদ সম্প্রসারিত করার ফলে সদস্যদের নিরাপদে প্রত্যাহার করা নিশ্চিত করা যাবে। তিনি বলেন, যুক্তরাষ্ট্র সিরিয়ার বিরুদ্ধে আরো শক্ত নিষেধাজ্ঞার পক্ষপাতী। রাশিয়া শুক্রবার সে ধরণের কোন প্রস্তাবের বিরুদ্ধে পুনরায় ভিটো দেবার হুমকি দেয়।