সিরিয়া দ্বিতীয় দফার শান্তি আলোচনায় যোগ দেবে


সিরিয়া নিশ্চিত করেছে যে তারা জেনিভায় অনুষ্ঠিত দ্বিতীয় দফার শান্তি আলোচনায় যোগ দেবে। যদিও গৃহযুদ্ধ অবসানের লক্ষ্য এপর্যন্ত তারা কোন ঐকমত্যে পৌঁছাতে পারেনি।

ডেপুটি পররাষ্ট্র মন্ত্রী ফয়সাল মাকদাদ শুক্রবার রাষ্ট্রীয় টেলিভিশনে বলেন, ফেব্রুয়ারী মাসের ১০ তারিখে অনুষ্ঠিত শান্তি আলোচনায় দামেষ্ক অংশ গ্রহন করবে।

গতমাসে অনুষ্ঠিতব্য সরকার এবং পশ্চিমা সমর্থিত বিদ্রোহীদলগুলো সহিংসতা কমিয়ে আনা এবং মানবিক সাহায্য পৌঁছানোর বিষয়ে শ্রেয়তর ব্যবস্থা নেওয়ার বিষয়ে অভিন্ন কোন পন্থা গ্রহনে ব্যার্থ হয়।


তবে, পরে দু’ পক্ষের মধ্যে অবরুদ্ধ হোমস শহরে ত্রাণ সরবরাহ পৌঁছানো এবং সাধারণ জনগণ যাতে শহর ত্যাগ করতে পারে সে বিষয়ে একটি চুক্তি হয়েছে।

জাতিসংঘ বৃহস্পতিবার ঐ চুক্তিকে স্বাগত জানিয়েছে। এর ফলে ত্রাণকর্মীরা সেখানে প্রায় আড়াই হাজার মানুষের জন্য প্রয়োজনীয় সাহায্য সামগ্রী পৌঁছাতে পারবে।