সিরিয়ার শান্তি আলোচনায় একে অন্যকে সদিচ্ছা না থাকার অভিযোগ

একে অন্যকে সদিচ্ছা না থাকার অভিযোগের মধ্যে দিয়ে সিরিয়ার শান্তি আলোচনার দ্বিতিয় দিন পার হয়ে গেল জিনিভায়।

সিরিয়ায় জাতিসংঘ বিশেষ দূত Staffan de Mistura সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ এর এক প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা করেন এবং বিরোধী দলীয় পক্ষকে রাজী করার আলোচনায় থাকতে।

মিস্তুরা বলেন আলোচনায় তাদের অংশ নেয়াটা জিনিভা আলোচনার আণুষ্ঠানিক শুরুর সংকেত দেয়।

অালোচনায় বিরোধিপক্ষ আসতে দেরী করেছিল সরকারী বাহিনী ও রাশিয়া বাহিনী কর্তৃক তাদের; বিমান হামলা বন্ধ করার শর্ত না মানার কারনে।