সিরিয়া পরিস্থিতি ক্রমশ:ই আরো বেশি রকম প্রাণঘাতি হয়ে উঠেছে – সহিংসতা বেড়েই চলেছে লাগাতার । সরকার পক্ষ – বিরোধী মতাদর্শী , দু’তরফেই পরস্পরকে দোষারোপ করা হচ্ছে । সরকার বিরোধি বিক্ষোভ আরম্ভ হবার পর থেকে এ অবধি দশ হাজার মানুষ প্রাণ হারিয়েছে । জাতিসংঘ সিরিয়ার সহিংসতায় ধিক্কার ব্যক্ত করছে – সিরিয়ায় পর্যবেক্ষক পাঠাচ্ছে । আমরা কথা বলছিলাম মধ্যপ্রাচ্যে দীর্ঘকাল অবস্থানরত সংবাদ-ভাস্যকার, বিশ্লেষক ডক্টর মোহাম্মদ ওমর ফারূকের সঙ্গে , সিরিয়ার ঘটনায় জাতিসংঘের সংশ্লিষ্টতা নিয়ে । স্টুডিও থেকে তাঁর সঙ্গে কথা বলেন সরকার কবীরূদ্দীন ।