সিরিয়ান অনুসন্ধান সংস্থা জানিয়েছে সিরিয়ার মধ্যাঞ্চলের হোমস প্রদেশের কিছু এলাকায় অন্তত দশ ঘণ্টার অস্ত্র বিরতি চলার পর সরকারী সেনা এবং জংগীদলগুলোর মধ্যে গুলি বিনিময় হয়।
ব্রিটেন ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস শুক্রবার জানিয়েছে যে হোমসের উত্তরাঞ্চলের ফার্হানিয়া, তাইর মালাহ, উম শারসু শহরের গ্রামাঞ্চলে এবং আল হোউলা এলাকার অদূরে বন্দুক যুদ্ধ হয়।
তবে তাৎক্ষণিক ভাবে কোন হতাহতের খবর পাওয়া যায়নি। বৃহস্পতিবার দুপুর থেকে সিরিয়ার মধ্যাঞ্চলে অস্ত্র বিরতি শুরু হয়ে ছিল।