সিরিয়া কোন রকম বিদেশী হস্তক্ষেপ ছাড়া জিনিভায় শান্তি আলোচনায় অংশ নিতে প্রস্তুত

সিরিয়ার গৃহযুদ্ধ বন্ধ করার লক্ষে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ শান্তি প্রক্রিয়ার একটি আন্তর্জাতিক পরিকল্পনা অনুমোদনের প্রায় সপ্তাহ খানেক পর, সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রী বলছেন যে সিরিয়া কোন রকম বিদেশী হস্তক্ষেপ ছাড়া জিনিভায় শান্তি আলোচনায় অংশ নিতে প্রস্তুত আছে।

বেইজিং এ ওয়ালিদ মোয়াল্লেম বলেন যে, শান্তি আলোচনার জন্য বিরোধী প্রতিনিধিদের তালিকা পাওয়ার পর সিরীয় প্রতিনিধারাও প্রস্তুত হবেন। বেইজিং এ তিনি চীনের পররাষ্ট্র মন্ত্রী ওয়াং ই‘র সঙ্গে বৈঠক করবেন।

বিদেশি হস্তক্ষেপ বলতে তিনি ঠিক কি বোঝাচ্ছেন সেটার ব্যাখ্যা মোয়াল্লেম দেননি। তবে বলেন যে, দামেস্ক সরকার আশা করছে যে সংলাপের মাধ্যমে সিরিয়ায় একটি জাতীয় ঐকমত্যের সরকার গঠন করা যায়।

চীন জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্য এবং ঐ পরিষদ গত সপ্তায় সর্বসম্মতিক্রমে শান্তির পথচিত্রটি অনুমোদিত হয়। জানুয়ারি নাগাদ এই আলোচনা শুরু হতে পারে।

এ দিকে মস্কোতে একজন শীর্ষ কুটনীতিক বলেন সিরিয়ায় যে কোন অস্ত্র বিরতি, ইসলামিক স্টেটের বিরুদ্ধে রাশিয়ার বিমান অভিযান বন্ধ করবে না। উপপররাষ্ট্র মন্ত্রী বলেন, বস্তুত গৃহযুদ্ধে কোন রকম বিরতি হলে রাশিয়া আই এস জঙ্গিদের বিরুদ্ধে বিমান অভিযান আরও জোরালো করবে।