বেলারুশের লেখিকার সাহিত্যে নোবেল পুরস্কার লাভ

এবারে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন বেলারুশের লেখিকা সেভেতলানা এলেক্সীভিয়েচ / তাঁর লেখনীতে বর্তমান সময়ের দুর্দশা এবং সাহসিকতা প্রকাশের জন্য নোবেল কমিটি তাঁকে এই বিরল সম্মানে ভূষিত করে /চেরনোবিলের পরমানু বিপর্যয়, আফগান যুদ্ধ, সোভিয়েত ইউনিয়ন এবং সোভিয়েত ইউনিয়ন উত্তর পরিস্থিতির বর্ণনা রয়েছে তাঁর লেখনীতে /

সেভেতলানার জন্ম ইউক্রেনে এবং তাঁর বাবা বেলারুশের নাগরিক /