সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলে বোমা হামলায় অন্তত ৩ জন নিহত

তুরস্ক সীমান্তের কাছে সিরিয়ার আল বাব শহরের একটি জনপ্রিয় বাজারে বোমা বিস্ফোরণের পর ঐ এলাকা পাহারা দিচ্ছে একজন সিরীয় যোদ্ধা, ১৩ই জানুয়ারী, ২০২২, ছবি বকর আল কাসেম/এএফপি

প্রতক্ষ্যদর্শীরা জানান, তুরস্কের সীমান্তের কাছে সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলে দুটি আত্মঘাতী বোমা হামলাসহ কতকগুলো বিস্ফোরণে বৃহস্পতিবার অন্তত ৩ জনের মৃত্যু হয়েছে।এ বছরে এ ধরণের এটাই প্রথম হামলা।

একজন উদ্ধার কর্মী জানান, তুরস্ক সংলগ্ন সীমান্ত পারাপার এলাকার কাছে আজাজ শহরে একটি পরিববহন ভবনের কাছে গাড়িতে রাখা ঘরে তৈরি বিস্ফোরকটি বিস্ফোরিত হলে একজন অসামরিক লোকের মৃত্যু হয়।

পুলিশ সূত্রে জানানো হয়, এর কয়েক ঘন্টা পরেই আল বাব শহরে একটি বাজারে আত্মঘাতী বোমা হামলায় ৩ জন আহত হন ; এবং হামলায় সন্দেহভাজন বোমা হামলাকারী মারা যায়।

এর কয়েক মিনিট পরেই আফরিন শহরের একটি চক্করে আরেকটিআত্মঘাতী হামলা চালানো হয়। আফরিন শহরটি প্রধানত কুর্দি এলাকা। ২০১৮ সালে কুর্দি ওয়াইপিজি মিলিশিয়াদের কাছ থেকে এইশহরটির নিয়ন্ত্রণ গ্রহণ করেছিল তুরস্ক ও তাদের সিরিয়ান মিত্রবাহিনী।

উত্তর পশ্চিমাঞ্চলীয় সীমান্ত এলাকার প্রধান শহরগুলি নিয়ন্ত্রণ করছে তুরস্ক সমর্থিত সিরিয়ার আরব বিদ্রোহীরা। গত বছর প্রায়শই এসব জনবহুল এলাকায় বোমা হামলা চালানো হয়েছে।

তুরস্ক ও তাদের মিত্র বিদ্রোহীরা জানায়, ৩০ লক্ষের অধিক সিরিয়ান অধ্যুষিত এলাকাকে শাসনের অযোগ্য করে তুলতে এসব হামলা চালানো হয়েছে। সিরিয়ার এসব লোক একদশকব্যাপী গৃহ-যুদ্ধ চলার সময় সরকার নিয়ন্ত্রিত এলাকা থেকে পালিয়ে এসেছিলেন।

আজাজ ও ছিটমহলের অন্যান্য অংশে তুরস্ক সমর্থিত আরব বিদ্রোহীরা পূর্ববর্তী বিস্ফোরণের জন্য ওয়াইপিজিকে দায়ী করে, যারা উত্তর পশ্চিমাঞ্চলের কিছু এলাকা নিয়ন্ত্রণ এবং সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলীয় এলাকায় আধিপত্য বিস্তার করেছে।

পক্ষান্তরে ওয়াইপিজি উত্তর সিরিয়ায় ওয়াইপিজি-নিয়ন্ত্রিত অঞ্চলে আঙ্কারার পরিচালিত যুদ্ধের সময় ড্রোন হামলার সহায়তায় জনগণকে হত্যা করার জন্য তুরস্ককে অভিযুক্ত করেছে।

তুরস্ক ওয়াইপিজিকে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির একটি সম্প্রসারিত অঙ্গ বলে মনে করে এবং ঐ সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী বলে শনাক্ত করেছে। তারা সিরিয়ার বিদ্রোহীদের সমর্থনে সিরিয়ায় অনুপ্রবেশ করে।

[[রয়টার্স]]