সুন্দরবন সংলগ্ন রামপাল কয়লা বিদ্যুৎ প্রকল্প সুন্দরবনের কফিনে শেষ পেরেক

সুন্দরবন সংলগ্ন রামপাল কয়লা বিদ্যুৎ প্রকল্পকে সুন্দরবনের কফিনে শেষ পেরেক হিসেবে উল্লেখ করে অবিলম্বে প্রকল্পের কাজ বন্ধ রাখার জন্য সরকারের প্রতি আহবান জানিয়েছে প্রভাবশালী কয়েকটি মানবাধিকার এবং পরিবেশবাদী সংগঠন, এনজিও ও বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত ‘সুন্দরবন রক্ষা জাতীয় কমিটি’। কমিটি রামপালে বাংলাদেশ-ভারত যৌথ বিদ্যুৎ কেন্দ্র এবং বেসরকারি উদ্যোগে আরও একটি বিদ্যুৎ কেন্দ্রসহ বিভিন্ন শিল্প কল-কারখানা নির্মাণ বন্ধেরও দাবি জানায়। জাতীয় কমিটির পক্ষ থেকে সুন্দরবনের পরিবেশগত প্রভাব সমীক্ষা সঠিক ভাবে হয়নি বলে দাবি করে এই বিষয়ে জাতিসংঘের এবং জাতিসংঘ অন্তর্ভুক্ত সংশ্লিষ্ট সংস্থাগুলোর কাছে গ্রহণযোগ্য একটি বিশেষজ্ঞ কমিটি দিয়ে পরিবেশগত প্রভাব সমীক্ষা রিপোর্ট প্রণয়নের আহবান জানানো হয়েছে। শনিবার সুন্দরবন রক্ষা জাতীয় কমিটির এক আলোচনায় এসব কথাবলা হয়েছে। সুন্দরবন রক্ষা জাতীয় কমিটির অন্যতম সদস্য এবং টিআইবি’র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান এ সম্পর্কে বিস্তারিত বলেছেন।

এদিকে, তেল ও কয়লাবাহী জাহাজ ডুবির পাশাপাশি রামপাল বিদ্যুৎ প্রকল্পের কারণে পরিবেশগত ঝুকি মোকাবেলায় বাংলাদেশ সরকারের কার্যক্রম এবং পরিকল্পনা জানতে জাতিসংঘের সংস্থা ইউনেস্কোর একটি প্রতিনিধি দল মার্চে বাংলাদেশ সফর করবে। কয়েকটি দেশের বিশেষজ্ঞও এই প্রতিনিধি দলে অংশ নিচ্ছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন।...ঢাকা থেকে আমীর খসরু

Your browser doesn’t support HTML5

SUNDERBANS