সুদানে সরকার বিরোধী বিক্ষোভ

হাজার হাজার সুদানি নাগরিক শনিবার রাজধানী,খার্তুমে সামরিক সদর দপ্তরের সামনে বিক্ষোভে অংশ নেন I ৪ মাস ধরেই সেখানে সরকার বিরোধী বিক্ষোভ অনুষ্ঠিত হচ্ছে I প্রত্যক্ষদর্শীরা জানান, মাদানী শহরে সামরিক ভবনের সামনেও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে I ১৯ শে ডিসেম্বর থেকে প্রেসিডেন্ট ওমর আল বশিরের বিরুদ্ধে প্রতিবাদ-বিক্ষোভশুরু হয় I সুদানি জনগণ অর্থনৈতিক অব্যবস্থা, চরম খাদ্য, জ্বালানি ও বিদেশী মুদ্রার অভাবের কারণে বিক্ষোভ শুরু করেছেন I

এই প্রতিবাদ-বিক্ষোভ দমনে প্রেসিডেন্ট ওমর আল বশির ২২শে ফেব্রূয়ারি থেকে দেশব্যাপী জরুরি অবস্থা ঘোষণা করেন Iমানবাধিকার সংস্থাগুলির মতে বিক্ষোভে সেখানে অন্ততঃ ৬০জন প্রাণ হারিয়েছেন I