অং সাং সুচির থাইল্যান্ড সফর

মিয়ানমারের ষ্টেট কাউন্সিলর ও পররাষ্ট্রমন্ত্রী অং সাং সুচি প্রথমবারের মতো থাইল্যান্ড সফর করছেন।

থাইল্যান্ডের সামুত সাখোন প্রদেশের মাহাচায় এলাকায় ৫শয়েরও বেশি প্রবাসী মিয়ানমারের জনগনের সঙ্গে দেখা করতে যান তিনি। এ সময় লং লিভ মাদার বলে স্লোগান দেন উপস্থিত মায়ানমারের জনতা।

থাইল্যান্ডে কর্মরত কয়েক লক্ষ মৎস্য শ্রমিকের প্রায় অর্ধেকের বেশী কাগজপত্র বিহিন। সুচি ঐ স্থানে তিনি বক্তব্য রাখতে না পারলেও তাদের উদ্যেশ্যে বলেন আমি জানি তাদের সমস্যার কথা।