সম্প্রতি রাজ্যের মেদিনীপুর জেলার সবং এ ছাত্র মৃত্যুর ঘটনার প্রতিবাদে এবং গোটা রাজ্যে আইন শৃঙ্খলার অবনতির পরিপ্রেক্ষিতে প্রদেশ কংগ্রেসের ডাকা আজ ১২ ঘন্টার বাংলা বনধে বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর নেই। তবে কয়েকটি জায়গায় বিক্ষিপ্ত সংঘর্ষের খবর পাওয়া গেছে।
কলকাতায় বনধের তেমন কোনো প্রভাব পড়েনি । গোটা রাজ্যে বড় ধরনের গোল মালের খবর পাওয়া না গেলেও বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত সংঘর্ষের খবর পাওয়া গেছে। রাজ্যের মুশির্দাবাদে বনধ সমর্থকদের ওপর পুলিশ লাঠি চালিয়েছে বলে অভিযোগ।
এবং পুলিশ ১০ জন কংগ্রেস কর্মীকে গ্রেপ্তার করলে প্রদেশ কংগ্রেস সভাপতি অধির চোধুরী রাস্তায় নেমে বিক্ষোভ দেখান।
Your browser doesn’t support HTML5