শ্রীলংকার প্রধানমন্ত্রী: রোববারের সন্ত্রাসের সঙ্গে আই এস সম্পৃক্ত থাকতে পারে

শ্রীলংকার প্রধানমন্ত্রী রানিল বিক্রামাসিঙ্গে বলেন যে ঈষ্টার সান্ডেতে যে আত্মঘাতী বোমা দেশটিকে তছনছ করেছে তার সঙ্গে ইসলামিক স্টেটের সম্পৃক্ততা থাকতে পারে। ইসলামিক স্টেট এর্‌ই মধ্যে এর দায় স্বীকার করেছে।

Sri Lanka

আরেকজন কর্মকর্তা এ রকম আভাস দিয়েছেন যে এই বোমাটি ছিল গত মাসে নিউজিল্যান্ডের মসজিদগুলোতে আক্রমণের প্রতিশোধ । এক সংবাদ সম্মেলনে উইক্রামাসিঙ্গে বলেন আমরা আই এস এর এই দাবির বিষয়টির দিকে লক্ষ্য রাখছি। আমাদের মনে হয় সম্পৃক্ততা থাকতেই পারে।

শ্রীলংকায় নিহতের সংখ্যা এখন ৩২১ এবং দেশটি মঙ্গলবার জাতীয় শোক দিবস পালন করে।