ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫ উইকেটে জিতেছে বাংলাদেশ। এতে তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ। মিরপুর স্টেডিয়ামে টস জিতে শুরুতে ব্যাট করে ৯ উইকেটে ১৯৫ রান করে ওয়েস্ট ইন্ডিজ। জয়ের জন্য ১৯৬ রানের লক্ষ্যমাত্রা সামনে রেখে মাঠে নেমে ৩৫.১ ওভারে ৫ উইকেট হাতে রেখে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ।
Your browser doesn’t support HTML5
চলুন সংক্ষেপে জেনে নেই স্কোর:
ওয়েস্ট ইন্ডিজ: ৫০ ওভারে ১৯৫/৯ (কাইরন পাওয়েল ১০, হোপ ৪৩, ব্রাভো ১৯, স্যামুয়েলস ২৫, হেটমায়ার ৬, রভম্যান পাওয়েল ১৪, চেইস ৩২, পল ৩৬, রোচ ৫*, বিশু ০, টমাস ০*; মিরাজ ১/৩০, সাকিব ১/৩৬, মুস্তাফিজ ৩/৩৫, মাশরাফি ৩/৩০, রুবেল ১/৬১)
বাংলাদেশ: ৩৫.১ ওভারে ১৯৬/৫ (তামিম ১২, লিটন ৪১, ইমরুল ৪, মুশফিক ৫৫*, সাকিব ৩০, সৌম্য ১৯, মাহমুদউল্লাহ ১৪*; রোচ ০/৩৫, চেইস ২/৪৭, টমাস ১/৩৪, পল ১/৩৭, বিশু ০/৩০, রভম্যান পাওয়েল ১/৭)
ফল: বাংলাদেশ ৫ উইকেটে জয়ী
ম্যান অব দা ম্যাচ: মাশরাফি বিন মুর্তজা