এ্যামোনিয়া লিক হওয়ায় আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে সতর্ক সংকেত

যুক্তরাস্ট্রের মহাকাশ সংস্থা জানিয়েছে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে নভোচারীরা যুক্তরাস্ট্রের অংশ থেকে রাশিয়ার পার্শ্বে যাওয়ার সময় সতর্ক সংকেত পাওয়া গেলেও বিপদজনক কিছু ঘটেনি।

নাসা বলেছে রাশিয়ান মডিউলের ৬ সদস্যের নভোচারী দলটি নিরাপদ রয়েছেন।

সম্ভাব্য এ্যামোনিয়া লিক হওয়ায় ওই সতর্ক সংকেত বেজেছে বলে ধারণা করা হচ্ছে। আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে ঠান্ডাও গরম করার জন্যে এ্যামোনিয়া ব্যাবহার করা হয়।