দক্ষিন সুদান সরকার জানিয়েছে যে বিদ্রোহী নেতা রাইক মাসারের রাজধানীতে প্রত্যাবর্তনের কর্মসূচি বিলম্বিত করা হচ্ছে , কারণ সরকার তার সঙ্গে আসতে পারে এমন সব অস্ত্র সরঞ্জাম পরীক্ষা করে দেখতে চান I সে দেশের তথ্য মন্ত্রী জানিয়েছেন সরকার একটি পরিদর্শক দলপাঠাচ্ছে এবং পরিদর্শন শেষে তাঁর ফিরে আসবার দিন ক্ষণ ধার্য করা হবে I
ঐক্য সরকার গঠনের প্রয়াসে বিরোধী দলের নেতা ও প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট রাইক মাসারের রাজধানী জুবাতে ফিরে আশা অতীব গুরুত্বপূর্ণ I
গত বছরই ঐক্য সরকার গঠনের প্রয়াসে প্রেসিডেন্ট সালভা খীয়ের এবং প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট রাইক মাসারের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছিল I