আজ বিশ্বকাপের মাঠে চারটি খেলা। দুটি করে ম্যাচ একই সঙ্গে খেলা হয়েছে। মেসির নেতৃত্বে আর্জেন্টিনা গ্রীসের বিরুদ্ধে ২ – ০ গোলে জয়ী হয়েছে। অন্য ম্যাচে দক্ষিন কোরিয়া এবং নাইজেরিয়া ২ – ২ গোলে ড্র করেছে।
আফ্রিকার মাটিতে এই প্রথম বিশ্বকাপ ফুটবলে - নতুন ইতিহাস গড়লো, স্বাগতিক দক্ষিণ আফ্রিকা হারিযে দিলো ইওরোপের তুখোড় দল ফ্রান্সকে ২ - ১ গোলে। অন্য ম্যাচে উরুগুয়ে হারিয়েছে মেক্সিকোকে ১ - ০ গোলে। এইভাবে গোলের ভিত্তিতে গ্রুপ এ-তে কোয়ার্টার ফাইনালে এগিয়ে গেল মেক্সিকো এবং উরুগুয়ে। দক্ষিণ আফ্রিকা প্রথম ধাপেই বাদ পড়ে গেল, কিন্তু তাতে কিছু যায় আসে না ।
দক্ষিণ আফ্রিকায় আনন্দের ঢল নেমেছে। সারা দেশ জুড়ে ধ্বনিত হচ্ছে ‘বাফানা বাফানা’ – যাতে যোগ দিয়েছেন নেলসান ম্যাণ্ডেলা, আর্চবিশপ ডেসমণ্ড টুটু এবং সারা দেশের মানুষ।