এ সপ্তার গোড়ার দিকে উত্তর কোরিয়া পারমানবিক পরীক্ষা চালানোর পাল্টা জবাব হিসেবে দক্ষিণ কোরিয়া শুক্রবার থেকে লাউড স্পিকারের মাধ্যমে উত্তর কোরিয়াকে লক্ষ্য করে আবারও প্রচারণার কাজ শুরু করছে।
প্রেসিডেন্টের ব্লু হাউজের একজন কর্মকর্তা বলেন যে এই সম্প্রচার শুরু হবে আগামিকাল দুপুর থেকে। ১৯৫০-৫৩ সালের কোরিয়ান সংঘাতের পর থেকে , দুটি দেশ তাত্বিক ভাবে যুদ্ধে লিপ্ত রয়েছে । এই সম্প্রচারকে কেন্দ্র করে গত বছর অগাস্ট মাসে দুটি দেশের মধ্যে গোলা বিনিময় হয়। দক্ষিণ কোরিয়া এই প্রচার বন্ধ করে দেয় , যখন তারা বৈরিতা হ্রাস করার লক্ষ্যে কিছু থোক ব্যবস্থা নেওয়ার ব্যাপারে পিয়ংইয়ং সরকারের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছোয় ।
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা চো তে ইয়ং বলেন উত্তর কোরিয়ার এই দাবি যে তারা বুধবার হাইড্রোজেন বোমা পরীক্ষা করেছে , বস্তুত অগাস্ট চুক্তির গুরুতর লংঘন।
চো আরও বলেন যে তাদের সেনাবাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে এবং উত্তর কোরিয়া যদি উস্কানি দেয় , তা হলে তারা কঠিন শাস্তি পাবে।