এনএসএর গোপন তথ্য রাশিয়া অথবা চীনের পাওয়ার সম্ভাবনা নেই: এডওয়ার্ড স্নোডেন


যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা টেলিফোনে আড়ি পেতে নজরদারি করেছে সেই তথ্য ফাঁসকারী সাবেক গোয়েন্দা কন্ট্রাক্টার এডওয়ার্ড স্নোডেন এক সাক্ষাতকারে বলেন গোয়েন্দা সংস্থার ঐ গোপন তথ্যগুলো রাশিয়া অথবা চীনের পাওয়ার সম্ভাবনা একেবারি নেই।


বৃহস্পতিবার নিউ ইয়র্ক টাইমস পত্রিকায় তার এক সাক্ষাতকার প্রকাশিত হয়েছে সেখানে তিনি বলেন, যেসব গোপন তথ্য তার কাছে ছিল তার সবই তিনি হংকং-এ সাংবাদিকদের দিয়ে দিয়েছেন।


তিনি বলেন, গোপন তথ্য সম্বলিত ফাইল সংগে নিয়ে মস্কো যাওয়াকে তিনি জনগণের স্বার্থ পরিপন্থী বলেই মনে করেন।


তিনি আরো বলেন, চীনা সাইবার গোয়েন্দারা অন্যান্যদের বিরুদ্ধে গোপনে কিভাবে কাজ করে সে সম্পর্কে তিনি সম্পূর্ণ ওয়াকিবহাল এবং এনএস এটাও জানে যে তিনিই চীনের গুপ্তচরদের হাত থেকে গোপনীয় তথ্যগুলো সুরক্ষা করেছেন।