চীনের কূটনৈতিক উদ্যোগ প্রয়াস, আফগানিস্তানকে রাজি করাতে পেরেছে, পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের টানাপোড়েন শোধরাতে পাকিস্তান প্রস্তাবিত বহুবিধ ক্ষেত্র ভিত্তিক সংলাপে অবতীর্ণ হতে- দেখে শুনে তেমনটাই মনে হচ্ছে।
বেজিংয়ে পাকিস্তান ও আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রীদের সঙ্গে একত্রে বসে যে ত্রিপক্ষিয় আলোচনার আয়োজন করেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ঈ মঙ্গলবার তারই প্রথম প্রস্থের কথাবার্তার পর এ সিদ্ধান্তের কথা জানা গিয়েছে। গেলো মাসে ইসলামাবাদ, আফগানিস্তান-পাকিস্তান সংহতি পরিকল্পনার কর্মসূচী “Afghanistan-Pakistan Action Plan for Solidarity" (APAPS) বিষয়ে কাবুলের সঙ্গে যোগাযোগ করে। বলা হয় গঠনাত্মক ও অর্থপূর্ণ সংযোগই লক্ষ এর, দেশ দু’টির মধ্যে।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রী খাজা আসীফ ত্রিপক্ষিয় ঐ আলোচনাকালে এ ব্যাপারে বিস্তারিত কিছু বলেন নি – তবে, যৌথভাবে আয়োজিত সংবাদ সাংবাদিক অবহিতকরণ সমাবেশে এর অগ্রগতির জন্যে চীনকে সাধুবাদ জানান তিনি।