নিজারে দু’টি হামলায় অন্তত ৬জন নিহত, আহত ১০ 

ফাইল ছবি, বুর্কিনাবে সশস্ত্র পুলিশ বাহিনী দেশটির উত্তরাঞ্চলে বিদ্রোহ হামলা মোকাবেলায় রত, ৩০শে অক্টোবর, ২০১৮, ছবি ইসুফ সানোগো/এএফপি

কর্তৃপক্ষ শুক্রবার জানায়, বুরকিনা ফাসো সীমান্তের কাছে নিজারে সন্দেহভাজন জিহাদিদের হামলায় অন্তত ৬জনের মৃত্যু হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রক এক বিবৃতিতে জানায় বুধবার এবং বৃহস্পতিবার রাত্রিকালীন হামলায় "প্রাথমিকভাবে ২জন পুলিশ, দুজন শুল্ক কর্মকর্তা এবং ৩জন অসামরিক লোকসহ ৬জন মারা যায়"।

বিবৃতিতে জানানো হয়, মাকালন্দি সীমান্ত শহরের কাছে ভারী অস্ত্রে সজ্জিত বন্দুকধারীরা উপর্যুপরি একটি সীমান্ত চৌকি ও সেতুতে হামলা চালালে আরো ১০জন আহত হয়। স্থানীয় সূত্রগুলো এর আগে এএফপিকে জানায় যে বহু লোকের মৃত্যু ও অনেকেই হতাহত হয়েছে, তবে সঠিক সংখ্যা জানা যায়নি।

মাকালন্দি সীমান্ত চৌকিতে শুল্ক কর্মকর্তা, সশস্ত্র পুলিশ এবং পুলিশ সদস্যরা কর্মরত রয়েছে।এই অঞ্চলটিকে জিহাদিরা প্রায়ই আক্রমণের লক্ষ্যবস্তু করে থাকে।

মাকালন্দি শহরটি বুরকিনা ফাসো সীমান্তের আগে নিজারেরসর্বশেষ প্রধান শহর, যেটি রাজধানী নিয়ামে'র ১০০ কিলোমিটার(৬৫ মাইল)দক্ষিণ পশ্চিমে অবস্থিত

জাতিসংঘের মানব উন্নয়নের সূচক অনুযায়ী, নিজার হচ্ছে পৃথিবীর দরিদ্রতম দেশ। দেশটি দুটি বিদ্রোহী জিহাদি গোষ্ঠীর মোকাবিলা করছে ।

পশ্চিমে বৃহত্তর সাহারা অঞ্চলে ইসলামিক স্টেট গ্ৰুপের হামলা মোকাবিলার সঙ্গে সঙ্গে দেশটি নাইজেরিয়া সীমান্তের কাছে দক্ষিণ পূর্বাঞ্চলে বোকো হারাম এবং ইসলামিক স্টেট ওয়েস্ট আফ্রিকা প্রভিন্স জিহাদিদের হামলা মোকাবিলা করছে।

বুধবার টিলাবেরি'র আঞ্চলিক কর্তৃপক্ষ জানায় জিহাদিদের জ্বালানি সরবরাহ বিঘ্নিত করতে, কয়েকটি জেলায় গ্যাস স্টেশনগুলো বন্ধ রাখা হবে; জিহাদিরা সাধারণত মোটর সাইকেল বা ৪ চাকার গাড়িতে এ সব এলাকায় চলাচল করে থাকে।

কর্তৃপক্ষ বাজার এবং শরণার্থী শিবিরগুলো বন্ধ করে দিয়েছে এবং স্পর্শকাতর এলাকায় মোটর সাইকেলে যাতায়ত নিষিদ্ধ ঘোষণা করেছে।