আফগানিস্তানের সংখ্যালঘু শিখ ও হিন্দুদের নিরাপত্তা উদ্বেগ

আফগানিস্তানে সংখ্যালঘু শিখ হিন্দু সম্প্রদায়ের লোকজন তাদের নিরাপত্তা বিষয়ে এখন গভীরভাবে শংকিতI আফগান সরকার যদিও তাদের নিরাপত্তার নিশ্চয়তা দিয়েছেন তবুও সক্রিয়বাদীরা আন্তর্জাতিক সমাজের প্রতি তাদের সুরক্ষার আবেদন জানিয়েছেনI পহেলা মার্চ কাবুলে সন্ত্রাসীরা শিখদের উপাসনালয়ে হামলা চালিয়ে ২৫জনকে হত্যা ও আরো ১০জনকে আহত করেছিল বর্তমান এই পরিস্থিতিতে হিন্দু সম্প্রদায় নিরাপত্তার ঝুঁকিতে রয়েছেনI

আফগান সরকার এই হামলার পর নিরাপত্তা জোরদার করেছেI তবে শিখ সক্রিয়বাদীদের আশংকা যুক্তরাষ্ট্র ও জোটবাহিনীকে প্রত্যাহার করে নিলে সংখ্যালঘুদের বিরুদ্ধে হামলা বৃদ্ধি পাবেI তাই তারা আন্তর্জাতিক সমাজ, যুক্তরাষ্ট্র,কানাডা ও ইউরোপীয় দেশগুলির প্রতি তাদের জীবন বাঁচাতে ও রাজনৈতিক আশ্রয়দানের অনুরোধ জানিয়েছেI