শামিমার নাগরিকত্ব এবং তাঁর পরিচিতি ও পটভূমি নিয়ে নাহাস পাশার সাক্ষাৎকার

Shamima Begum

কথিত ইসলামিক স্টেটে যোগদানকারী তরুণী শামিমা বেগম এখন উত্তর পুর্বাঞ্চলীয় সিরিয়ায় কুর্দিদের ব্যবস্থাপনায় একটি শরনার্থি শিবিরে রয়েছে। শামিমা বাংলাদেশী বংশোদ্ভুত হলেও. তাঁর জন্ম ব্রিটেনে. তার বাবা মা দীর্ঘ দিন ব্রিটেনই থেকেছেন, আইনত তিনি ব্রিটিশ নাগরিক।তাই এখন তিনি তাঁর বাতিল হওয়া ব্রিটিশ নাগরিকত্ব ফিরে পাবার আবেদন জানিয়েছেন। ব্রিটেনের কোন কোন পত্রিকা তাকে ভুল করে জন্মসুত্রে বাংলাদেশী বলে উল্লেখ করায় বাংলাদেশ এর প্রতিবাদ জানিয়েছে এবং বাংলাদেশের নাগরিকত্ব দেওয়া হবে না বলে জানিয়ে দিয়েছে।শামিমা নিজেও বাংলাদেশের নাগরিকত্ব চাননি। শামিমার নাগরিকত্ব এবং তাঁর পরিচিতি ও পটভূমি নিয়ে টেলিফোনে লন্ডন থেকে বিশিষ্ট সংবাদ বিশ্লেষক এবং সেখানকার সাপ্তাহিক জনমত পত্রিকার প্রধান সম্পাদক সৈয়দ নাহাস পাশার সঙ্গে কথা বলছিলেন আনিস আহমেদ।

Your browser doesn’t support HTML5

শামিমার নাগরিকত্ব এবং তাঁর পরিচিতি ও পটভূমি নিয়ে নাহাস পাশার সাক্ষাৎকার