বাংলাদেশের রাজনৈতিক সঙ্কটের মূল্যায়ন করলেন আইন বিশেষজ্ঞ শাহ দীন মালিক

Bangladesh ruling Awami League party activists try to beat a protester, center, outside the Bangladesh National Mosque during a protest in Dhaka, Bangladesh, Thursday, Jan. 15, 2015.

বাংলাদেশের এক আইন বিশেষজ্ঞ শাহ দীন মালিক বলেছেন, বিএনপি চেয়ারপার্সেন খালেদা জিয়াকে গ্রেপ্তার করা হলে বর্তমানে দেশে যে রাজনৈতিক সঙ্কট চলছে তার আরও অবনতি ঘটতে পারে এবং বিভিন্ন মহল এই সঙ্কট নিরসনের যে উদ্যোগ নিয়েছে তার উপর নেতিবাচক প্রভাব পড়তে পারে।

এ সম্পর্কে ঢাকা থেকে বিস্তারিত জানিয়েছেন জহুরুল আলম।

Your browser doesn’t support HTML5

জহুরুল আলমের রিপোর্ট মালিক