সম্প্রতি হাইস্কুল গ্র্যাজুয়েশন করা দুজন আমেরিকান বাংলাদেশী কিশোরীর অভিজ্ঞতার কথা।

Graduation

প্রতি বছর এ সময়টাতে যুক্তরাষ্ট্রের হাইস্কুল থেকে শিক্ষার্থীরা উত্তীর্ণ হয়ে বিশ্ববিদ্যালয়ে তাঁদের শিক্ষা জীবন শুরু করে। এমনই দুজন, আমেরিকায় বড় হয়ে ওঠা বাংলাদেশী কিশোরী শাগুফতা আফরিন ভুঁইয়ান উর্নিষা এবং মনিষা রহমান, তাঁদের নতুন বিশ্ববিদ্যালয় জীবনের অভিজ্ঞতার কথা বলেছেন সাবরিনা চৌধুরীর কাছে।

আসুন শোনা যাক তাঁদের কথা।

Your browser doesn’t support HTML5

শাগুফতা আফরিন ভুঁইয়া উর্নিষার সাক্ষাতকার।

Moonisha Rahman

Your browser doesn’t support HTML5

মনিষা রহমানের সাক্ষাতকার।