রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বৃহস্পতিবার ২০১৭ সালের স্বাধীনতা পদক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ বছর স্বাধীনতা পুরস্কার দেয়া হয় ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে।
এ বছরের পদকপ্রাপ্ত ব্যক্তি ও প্রতিষ্ঠান হলো, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে গ্রুপ ক্যাপ্টেন (অব.) শামসুল আলম বীর উত্তম, আশরাফুল আলম, শহীদ মো. নজমুল হক, মরহুম সৈয়দ মহসিন আলী, শহীদ এন এম নাজমুল আহসান, শহীদ ফয়জুর রহমান আহমেদ ও বাংলাদেশ বিমানবাহিনী।
চিকিৎসাবিদ্যায় অধ্যাপক এ এইচ এম তৌহিদুল আনোয়ার চৌধুরী, সাহিত্যে রাবেয়া খাতুন ও মরহুম গোলাম সামদানী কোরায়শী।
সংস্কৃতিতে অধ্যাপক এনামুল হক ও ওস্তাদ বজলুর রহমান বাদল। সমাজসেবায় খলিল কাজী ওবিই, গবেষণা ও প্রশিক্ষণে শামসুজ্জামান খান ও প্রয়াত অধ্যাপক ললিত মোহন নাথ এবং জনপ্রশাসনে অধ্যাপক মোহাম্মদ আসাদুজ্জামান।
এ সময় প্রধানমন্ত্রী স্বাধীনতা পদক প্রাপ্তদের প্রশংসা করে বলেন,"আপনারা সমাজের অনুকরণীয় ব্যক্তিত্ব। সমাজে যারা নিজের জীবনকে উন্নত করে গড়ে তুলতে চান, তারা আপনাদের পথ অনুসরণ করবেন"।
এ ছাড়া তিনি আরও বলেন, ‘বিজয়ের ইতিহাস থেকে বঞ্চিত হয়ে একটা বিকৃত ইতিহাস যদি কেউ জানে, তবে তার চরিত্র বিকৃত হয়ে যায়, বিকৃতির পথেই চলে যায়।’ নাসরিন হুদা বিথী।
Your browser doesn’t support HTML5