সার্বিয়া বলছে যে তারা বিপুল সংখ্যক দেশান্তরী মানুষের এই ঢল সামলাতে অপারগ

হাঙ্গেরির কর্মকর্তারা অভিবাসন প্রার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের অংশ হিসেবে সীমান্ত পারাপার বন্ধ করে দেওয়ায় , সার্বিয়া বলছে যে হাঙ্গেরির সঙ্গে সীমান্ত বরাবর সমবেত বিপুল সংখ্যক দেশান্তরী মানুষের ঢল সামলাতে তারা অপারগ।

সার্বিয়ার পররাষ্ট্র মন্ত্রী ইভিচা দাচিচ বলেন যে সার্বিয়া কোন সংগ্রহশালা নয়। তিনি সার্বিয়ায় এই সব দেশান্তরী মানুষের প্রত্যাবর্তনকে অগ্রহণযোগ্য বলে অভিহিত করেছেন, বিশেষ করে যখন গ্রীস ও মেসিডোনিয়া থেকে আরও বেশি সংখ্যক অভিবাসন প্রার্থী লোকজন আসছে।

হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর ওরবান বলেন যে মঙ্গলার থেকে যে নতুন নিরাপত্তা ব্যবস্থা কার্যকর হয়েছে তার আওতায় তাঁর প্রশাসন অবৈধ ভাবে সীমান্ত অতিক্রমকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে।

এ পর্যন্ত পুলিশ ১৭৫ জনকে আটক করেছে। অনুমতি ছাড়া যারা হাঙ্গিরতে প্রবেশ করবে তাদের তিন বছর পর্যন্ত কারাদন্ড হতে পারে।

মঙ্গলবার আরও আগের দিকে হাঙ্গেরির কর্মকর্তারা দুটি বৈধ সীমান্ত পারপারের জায়গা বন্ধ করে দেয় কারণ তারা বলছেন যে সার্বিয়ার দিক থেকে পর্যাপ্ত নিয়ন্ত্রণ ব্যবস্থা ছিল না। হাঙ্গেরি দক্ষিণের দুটি জেলায় জরুরি অবস্থা জারি করেছে। শত শত দেশান্তরী লোকজন , নতুন প্রতিবন্ধকতা ঠেলবার চেষ্টা করে এবং প্রবেশ করার দাবি জানায়।