হোমল্যান্ড সিকিউরিটিকে অর্থায়নের ব্যপারে সেনেটের ইতিবাচক সায়

যুক্তরাস্ট্রের ফেডারেল সংস্থা হোমল্যান্ড সিকিউরিটিকে দেশের সীমান্ত প্রহরা ও বিমানবন্দরের সন্ত্রাসী হুমকীর হাত থেকে নিরাপত্তা বাড়াতে অর্থায়নের ব্যপারে ইতিবাচক সায় দিয়েছে যুক্তরাস্ট্রের সেনেট। বুধবার ৯২-২ ভোটে অর্থায়নের ব্যাপারে স্মতি দেন সেনেট প্রতিনিধিরা।

কয়েক সপ্তাহ আগে প্রতিনিধি পরিষদে হোমল্যান্ড সিকিউরিটি বিল পাশ করেন। তবে সেখানে প্রেসিডেন্ট বারাক ওবামার অভিবাসন খাতে ৪০ লক্ষ অবৈধ অভিবাসির বহিস্করাদেশ বাতিল সংক্রান্ত নির্বাহী আদেশের বিরোধীতা করা হয়েছিল। সেনেট ডেমোক্রেটরা ঐ বিল পাশ করাতে অস্বীকৃতি জানান এবং প্রেসিডেন্ট ওবামা তাতে বাঁধা দানের কথা বলেন।

বুধবারের সেনেট ভোটে বিলটি দুইভাগে ভাগ করা হয় যাতে হোমল্যান্ড সিকিউরিটিকে নিরাপত্তা বৃদ্ধিতে অর্থায়ন করতে তারা রাজী হন তবে প্রেসিডেন্ট ওবামার নির্বাহী আদেশকে ক্ষমতার অতিরিক্ত ব্যাবহার বলে আখ্যা দিয়ে তার বিপক্ষে মত দেন।