যুক্তরাষ্ট্র সেনেট, ওবামার বানিজ্য প্রসার বিল অনুমোদন করেছে

Senate Majority Leader Mitch McConnell of Ky. speaks during a news conference on Capitol Hill in Washington, May 19, 2015, with small business owners to discuss the Trade Promotion Authority bill.

রিপাবলিকানদের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের সেনেট শুক্রবার রাতে, প্রেসিডেন্ট বারাক ওবামার Trade Promotion Authority bill বা বানিজ্য প্রসার বিল অনুমোদনের পথ সুগম করে দেয়। আইনপ্রণেতারা “fast-track” বানিজ্য বিলের পক্ষে ৬২ এবং বিপক্ষে ৩৭ ভোট দেন। প্রেসিডেন্টের বানিজ্য বিল বিরোধিতার সম্মুখীন হয় তাঁর নিজ ডেমোক্রাটিক পার্টির কিছু সদস্যের কাছে। ডেমোক্রাটিক পার্টির ওই সদস্যেরা বিলটি অনুমোদনে বাধা দেয়।

বিলটি অনুমোদনের পর মি ওবামা বলেন “মধ্যবিত্ত সমাজের সুযোগ প্রসারিত করার জন্য, আমেরিকান কর্মীদের সমান সুযোগ করে দেওয়ার জন্য, এবং বৈশ্বিক অর্থনীতি যা আমাদের ব্যবসা বৃদ্ধিতে ও আমেরিকায় তৈরি পণ্য বাদবাকি বিশ্বে বিক্রী করতে সাহায্য করবে তার জন্য নিয়মাবলি প্রতিষ্টা করার লক্ষ্যে চুক্তিগুলো খুবই গুরুত্বপূর্ণ।

এই বিল পাশ হলে প্রেসিডেন্ট বানিজ্য চুক্তি বিষয়ে যে সব প্রস্তাব দেবেন কংগ্রেস তা অনুসমর্থন বা প্রত্যাখ্যান করতে পারবে কিন্তু তা পরিবর্তন করতে পারবে না।