সেনেট, প্রেসিডেন্ট বাইডেনের সহায়তা প্যাকেজে অনুমোদন দিয়েছে 

প্রেসিডেন্ট বাইডেন বলেছেন, সেনেট, যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক দৈন্যের সময়ে তাঁর ১.৯ ট্রিলিয়ন ডলার সহায়তা প্যাকেজ অনুমোদন করে করোনা সঙ্কটকালীন সময়ে এক বৃহৎ সেবার নজির রাখলোI তিনি বলেন, ৪৫ দিন আগে জনগণের কাছে তাদের দুঃসময়ে প্রতিশ্রুতি দিয়েছিলাম, আজ তা বাস্তবে রূপ নিলোI তিনি ভাইস প্রেসিডেন্ট হ্যারিস ও অন্যান্য সেনেটরদের তাদের অক্লান্ত পরিশ্রমের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেনI বিশেষ করে সেনেটে সংখ্যাগরিষ্ঠ নেতা, চাক শুমারের ভুয়াসী প্রশংসা করেনI

এই সহায়তা প্যাকেজে যা কিছু দেয়া হয়েছে, সবই জনগণের দুঃখ দুর্দশা লাঘবের জন্যI এই অর্থায়ন ভ্যাকসিন উৎপাদন ও বিতরণে সহায়ক হবে, মিল-ফ্যাক্টরি, ক্ষুদ্র প্রতিষ্ঠানগুলি আবারো চালু হবে, ৬ই সেপ্টেম্বর পর্যন্ত প্রতি সপ্তাহে, কেন্দ্রীয় সরকার বেকার ভাতাস্বরূপ, ৩০০ ডলার দেবেন এবং জনপ্রতি একজন করদাতা ১৪০০ ডলারের একটি চেক পাবেন, যারা যৌথভাবে কর দেন, তারা ২৮০০ ডলার পাবেন এবং প্রতিটি নির্ভরশীল শিশু পাবেন ১৪০০ ডলারI