উত্তর কোরীয় নেতা কিম জং উনের অধীনে সৃষ্টি করা হচ্ছে দ্বিতীয় বৃহত্তম পদ 

দক্ষিণ কোরিয়ার সংবাদ মাধ্যম, 'ইয়োনহাপ' মঙ্গলবার জানায়, অভ্যন্তরীণ রাজনীতিরবিন্যাস এবং সেনাবাহিনীর পরিবর্তে নিজস্ব দলের ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে, উত্তর কোরীয় নেতা, কিম জং উনের অধীনে তারা, কার্যত দ্বিতীয় একজন নেতাকে বসাতে ক্ষমসাসীন পার্টির নীতি পরিবর্তন করতে চলেছেI

অজ্ঞাত কোন সূত্রের বরাত দিয়ে 'ইয়োনহাপ' জানায় কথিত এই 'ফার্স্ট সেক্রেটারি' পদের কর্মকর্তা, চেয়ারম্যান কিমের হয়ে বিভিন্ন সভায় সভাপতিত্ব করবেনI

এতদিন, দ্বিতীয় বৃহত্তম পদে বিশ্ব জানতো কিমের ছোট বোন, কিম ও জং'র সম্ভাবনার কথা, তবে বিশিষ্ট এই পদটি হয়তোবা পেতে চলেছেন, কিমের বিশিষ্ট ভাজন, জো ইয়ং ওঁনI