নিখোঁজ মালায়েশিয়ান বিমানের কোন সন্ধান এখনও পাওয়া যায়নি

কুয়ালালামপুর থেকে বেইজিং গামি মালায়েশিয়ান এয়ারলান্স এর একটি বিমান ২৩৯ জন যাত্রী এবং আরও কয়েকজন বিমান কর্মীসহ নিখোঁজ রয়েছে।

মারায়েশিয়া , ভিয়েৎনাম , চীন এবং ফিলিপিন্স এর জাহাজ এবং বিমান , ভিয়েতনামের দক্ষিণ পশ্চিম উপকুলের প্রায় ২৪০ কিলোমিটার দূরে থো চু দ্বীপে জোর সন্ধান কাজ চালাচ্ছে। ভিয়েৎনাম বলছে যে সেখানেই তারা Boeing 777-200 শেষ সঙ্কেতটি পায়।

ভিয়েৎনাম নৌ বাহিনীর একজন কমান্ডার , রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমকে বলেছে যে নিখোঁজ বিমানটি মালায়েশিয়রা জলসীমার মধ্যেই ভেঙ্গে পড়তে পারে।

তবে মালায়েশিয়ার ভারপ্রাপ্ত পরিবহন মন্ত্রী হিশামুদ্দিন তুন হোসেন সংবাদ সম্মেলনে বলেন যে তাকেঁ জানানো হয়নি যে বিমানটির খোঁজ পাওয়া গেছে এবং কোন বিমানটির বিধ্স্ত অংশবিশেষ ও দেখা যায়নি।

ঐ বিমান কোম্পানির ফেইসবুকে বলা হয়েছে যে ঐ বিমানের যাত্রীদের মধ্যে চৌদ্দটি দেশের নাগরিক ছিলেন যাদের মধ্যে ১৫২ জন চীনা , ৩৮ জন মালায়েশিয়ান এবং ৪ জন আমেরিকান ও ছিলেন।


.