একটি Mass Spectroscopy Machine মানুষের আঙ্গুলের ছাপ থেকে অপরাধে অভিযুক্ত দোষীদের খুজে বের করবে

নতুন একটি Mass Spectroscopy Machine মেশিন মানুষের আঙ্গুলের ছাপ থেকে অপরাধে অভিযুক্ত দোষীদের খুজে বের করতে সাহায্য করবে।

ফরেনসিক বিজ্ঞানীরা এই Mass Spectroscopy machine মেশিনের সাহায্যে অপরাধে ব্যবহৃত একটি ছুরি পরীক্ষা করেন এবং তারা বলেন যে এটি খুবই বিশ্বাসযোগ্য তথ্য সরবরাহ করতে সক্ষম।

এ বিষয়ে আজকের বিজ্ঞান পর্বে ভয়েস অফ আমেরিকার সংবাদদাতা Deborah Block এর প্রতিবেদনটি পড়ে শোনাচ্ছেন জয়তী দাশগুপ্ত।

Your browser doesn’t support HTML5

বিজ্ঞান পর্বে Deborah Block এর প্রতিবেদনটি পড়ে শোনাচ্ছেন জয়তী দাশগুপ্ত