বায়ু দূষণ বিশ্লেষণের জন্য মহাকাশ অভিযানে ব্যবহৃত প্রযুক্তি

মহাকাশ অভিযানে ব্যবহৃত প্রযুক্তিগুলি ব্যয়বহুল হতে পারে কিন্তু পৃথিবীতে এর কিছু ব্যবহারিক সুবিধা রয়েছে।

মঙ্গলগ্রহের পৃষ্ঠ থেকে মঙ্গল গ্রহের দুটি রোভার, Spirit এবং Opportunity দ্বারা সংগৃহীত উন্নত মানের অর্থাৎ High Resolution এর ছবিগুলি কিন্তু আমাদের অনেক তথ্য যোগাড় করে দিয়েছে।

পিটসবার্গে কার্নেগী মেলন ইউনিভার্সিটির গবেষকরা এখন আমাদের গ্রহের বায়ু দূষণ বিশ্লেষণের জন্য একই প্রযুক্তি ব্যবহার করছেন।

এ বিষয়ে আজকের বিজ্ঞান ও প্রযুক্তি পর্বে ভয়েস অফ আমেরিকার সংবাদদাতা George Putic এর প্রতিবেদনটি পড়ে শোনাচ্ছেন জয়তী দাশগুপ্ত ।

Your browser doesn’t support HTML5

বিজ্ঞান ও প্রযুক্তি পর্বে প্রতিবেদনটি পড়ে শোনাচ্ছেন জয়তী দাশগুপ্ত